INTUC Agitation: বোনাসের দাবিতে রক্তসাক্ষর আইএনটিইউসি-র - Durgapur Steel Plant
বোনাসের দাবিতে রক্তস্বাক্ষর করে প্রতিবাদের ধার বাড়ল আইএনটিইউসি। এবছর প্রায় 16 হাজার কোটি টাকা লাভ করলেও এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা (Durgapur Steel Plant)র স্থায়ী শ্রমিকদের পুজোর আগে বোনাস দেয়নি । আর এই দাবিতেই মঙ্গলবার থেকে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে সমস্ত স্থায়ী শ্রমিক সংগঠন একযোগে আন্দোলনে নামেন । কিন্তু তারপরেও কোনও পথ বের হওয়ার কারণে আন্দোলন অব্যাহত । বুধবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে সেই একইভাবে স্থায়ী শ্রমিকদেরকে আন্দোলন করতে দেখা যায় । আইএনটিইউসি (Indian National Trade Union Congress)-র পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা গৃহীত হয় । এই স্মারকলিপিতে নিজেদের রক্ত দিয়ে স্বাক্ষর করেন আইএনটিইউসি-র সমর্থকরা । আইএনটিইউসি নেতা রানা সরকার জানান, 16 হাজার কোটি টাকা লাভ করেছে এবছর সেইল । অফিসারদেরকে এই টাকার ভাগ দেওয়া হলেও কর্মীদেরকে দেওয়া হয়নি । তাই আমরা আজ পথে নামতে বাধ্য হয়েছি । দুর্গাপুর ইস্পাত কারখানার ইতিহাসে প্রথম পুজোর আগে বোনাস দেওয়া হয়নি ।