পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Threat for Social Boycott দিনহাটায় বিদ্যুৎ বণ্টন দফতরের আধিকারিককে সামাজিক বয়কটের হুমকি আইএনটিটিইউসির - Social Boycott

By

Published : Aug 23, 2022, 7:32 PM IST

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিককে সামাজিক বয়কটের হুমকি আইএনটিটিইউসি তরফে (Threat for Social Boycott to An Official of State Electricity Department) ৷ অভিযোগ দিনহাটা ডিভিশনের এক কর্মীকে সাসপেন্ড এবং এক যুবককে নিয়োগ করতে ঘুষ চেয়েছিলেন ৷ তার প্রতিবাদে আন্দোলনে শুরু করে তৃণমূল শ্রমিক সংগঠন ৷ এ দিন তৃণমূল শ্রমিক সংগঠনের কয়েকজন নেতা বাপ্পা দাস নামে ওই আধিকারিককে পালটা সামাজিক বয়কট করার হুমকি দেন বলে অভিযোগ ৷ এ দিন তৃণমূলের ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন আইএনটিটিইউসির (INTTUC) জেলা সভাপতি বিশু ধর এবং শ্রমিক সংগঠনের শহর ব্লক সভাপতি নৃপেন দেবনাথ ৷

ABOUT THE AUTHOR

...view details