Sanju: ইন্ডাস্ট্রির নতুন মুখ সঞ্জু কেন ব্যবহার করেন না নিজের পদবি, জেনে নিন - Sanju Shares His Thoughts With ETV Bharat
পরিচালক মনদীপ সাহার 'ইস্কাবন' ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করছেন নাট্যকর্মী সঞ্জু । জঙ্গলমহলের প্রেক্ষাপটে ত্রিকোণ ভালোবাসার এই ছবি বানিয়েছেন পরিচালক মনদীপ সাহা । ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় এবং দুলাল লাহিড়ির মত বর্ষীয়ান অভিনেতারা ৷ রয়েছেন সঞ্জুও ৷ নিজের পদবি ব্যবহার করেন না তিনি । কেন ? কারণ জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে (Sanju Shares His Thoughts With ETV Bharat)।