Actor Rahul Banerjee: 'কোনও দলই তার ভুলের দায় এড়াতে পারে না', কেন একথা বললেন অভিনেতা রাহুল - Rahul Arunoday Banerjee
বড় পর্দায় আসছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা ছবি 'আকাশ অংশত মেঘলা'। একের পর এক কলকারখানায় তালা ঝুলে যাওয়ার পর শ্রমিক শ্রেণির দুর্দশার করুণ চিত্র উঠে এসেছে এই ছবিতে । চাকরি খোয়ানো, বেকারত্বের জ্বালা আজও এরাজ্য ও দেশে জ্বলন্ত একটি ইস্যু ৷ জয়দীপের এই ছবিতে অভিনয় প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Interview of Actor Rahul Banerjee) ৷ আলোচনায় উঠে এল দুর্নীতি ও রাজনীতির প্রসঙ্গও ৷
Last Updated : Jul 23, 2022, 9:09 PM IST