পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সামনে শুধু কিংবদন্তি কপিল, মাইলফলকের মুখে ইশান্ত - শততম টেস্টের আগে নষ্টালজিক ইশান্ত

By

Published : Feb 23, 2021, 3:07 PM IST

ইশান্ত শর্মা । বিরাটের নির্ভরযোগ্য পেসার মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ৷ নবনির্মিত মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের 100 তম টেস্ট খেলতে মাঠে নামবেন ইশান্ত । দেশের দ্বিতীয় পেসার হিসেবে এই কৃতিত্ব গড়তে চলেছেন ছয় ফুট চার ইঞ্চির ছেলেটি । সামনে শুধু কিংবদন্তি কপিল দেব । শততম টেস্টের আগে নস্টালজিক ইশান্ত । জাতীয় দলে অভিষেকের স্মৃতি রোমন্থন করলেন তিনি ৷ শততম টেস্টের আগে ইশান্তের অঙ্গীকার যতদিন ধরে রাখতে পারবেন একাগ্রতা ও আগ্রাসন, ততদিন 22 গজ মাতাবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details