পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sunil Chhetri : সংক্রান্তিতে অধিনায়কের জামাইষষ্ঠী, কেমন ছিল সেই পর্ব ? - সুনীল ছেত্রীর জামাইষষ্ঠী

By

Published : Jun 16, 2022, 10:39 PM IST

Updated : Jun 16, 2022, 10:55 PM IST

পোলাও, বেগুন ভাজা, মিক্সড তরকারি, ফুলকপি এবং শেষ পাতে পায়েস ৷ জামাইষষ্ঠীতে চেটেপুটে খেলেন ভারতীয় ফুটবল দেলর অধিনায়ক সুনীল ছেত্রী(Indian Football Team Captain Sunil Chhetri in Jamai Sasthi)। অনেকদিন আগেই জামাইষষ্ঠী পেরিয়ে গিয়েছে । সেই সময় এএফসি এশিয়ান কাপের ম্যাচ শেষ থাকায় কলকাতায় থাকা সত্ত্বেও জামাইষষ্ঠী করতে গল্ফগ্রীনে শ্বশুরবাড়িতে যেতে পারেননি ভারতীয় দলের ক্যাপ্টেন । বৃহস্পতিবার জ্যৈষ্ঠ সংক্রান্তিতে সেই জামাইষষ্ঠী পালন করলেন তিনি ৷ তবে সুনীল অবশ্য আগেই জানিয়েছিলেন ভারতীয় দলের খেলা শেষ হলেই জামাইষষ্ঠী করতে যাবেন তিনি । সেই কথা রাখলেন তিনি । সাত রকম ভাজা, আম, লিচু সব মিলিয়ে ছিল এলাহি আয়োজন । উপস্থিত ছিলেন শ্বশুর সুব্রত ভট্টাচার্যও। সব রীতি মেনেই হল অধিনায়কের জামাইষষ্ঠী উদযাপন । এর আগেও জামাইষষ্ঠী করতে কলকাতায় এসেছেন সুনীল । তবে এবারের পরিবেশটা কিছুটা আলাদা । সদ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছে ভারত । ভারতীয় দলের জার্সি গায়ে ৮৪টি গোল করে ফেলেছেন সুনীল । তাই এবারের ষষ্ঠী তো অন্য হবেই ৷
Last Updated : Jun 16, 2022, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details