পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 11, 2022, 4:48 PM IST

ETV Bharat / videos

Indian Embassy in Kyiv: ফের হামলা রুশ বাহিনীর, দূতাবাসের নির্দেশ ভেস্তে গেল নেহার ইউক্রেন যাত্রা

ইউক্রেনে (Ukraine) যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় সেদেশে ফেরার উদ্যোগ নিয়েছিলেন দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া নেহা খান ৷ কিন্তু, সম্প্রতি ফের রুশ বোমারু বিমান থেকে গোলাবর্ষণ শুরু হয়েছে (Russian Attack) ৷ 75টি মিসাইল ফেলা হয়েছে ইউক্রেনে (Russia-Ukraine War) ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের বিমানের টিকিট কেটেও যাওয়া হল না নেহার ৷ আগামী 24 অক্টোবর ইউক্রেন যাওয়ার কথা ছিল তাঁর ৷ শেষ করতে চেয়েছিলেন ডাক্তারি পড়াশুনা ৷ কিন্তু, কিভের ভারতীয় দূতাবাস (Indian Embassy in Kyiv) জানিয়েছে, এখন ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনে যাওয়া যাবে না ৷ সেই বিজ্ঞপ্তি হাতে পেয়ে নিরাশ নেহা এবং তাঁর পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details