পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Ghosh Criticises TMC : তৃণমূল হল টাকা কামানোর জায়গা, প্রার্থী বিক্ষোভ নিয়ে কটাক্ষ দিলীপের - তৃণমূল দল হল টাকা কামানোর জায়গা, প্রার্থী বিক্ষোভ নিয়ে কটাক্ষ দিলীপের

By

Published : Feb 5, 2022, 12:54 PM IST

"তৃণমূল কংগ্রেস দলটা হল কামানোর জায়গা । সেই জন্য সবাই টিকিটের জন্য মারামারি করছে । যাতে একবার পুলিশ দিয়ে জিতলে লুটপাট করে খাওয়া যায় । দলের আসল নেতা দিদি না ভাইপো সেটাই মানুষ বুঝতে পারছে না । লড়াইটা জোড়া ফুল বনাম জোড়া পাতা। যেখানেই যাচ্ছি সেখানেই সেটা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের ভিতরে কোনও অনুশাসন নেই।" শনিবার সকালে শিলিগুড়িতে চায়ে পে চর্চায় যোগ দিয়ে তৃণমূলের অন্দরে প্রার্থী বিক্ষোভ নিয়ে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh) ৷

ABOUT THE AUTHOR

...view details