Nadia EID: বৃষ্টিকে উপেক্ষা করে নদিয়ায় চলল নমাজ পড়া - নদিয়া ঈদ
একমাস রোজা রাখার পর ইসলাম ধর্মালম্বী মানুষদের আজ খুশির ঈদ (Celebrating Eid in Nadia)। এদিন সকাল থেকেই বিভিন্ন মসজিদে হাজার হাজার মানুষ নমাজ পড়তে আসেন। কিন্তু সকাল থেকেই গোটা নদিয়া জেলাজুড়ে আকাশে কালো মেঘ । এরপর নেমে আসে মুষলধারে বৃষ্টি । যার কারণে মসজিদে প্রবেশ করতে গিয়ে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হয় নমাজ পড়তে আসা মানুষদের । দেখা যায় বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে নমাজ পড়া ৷ এ বিষয়ে এক মসজিদের মৌলানা আব্দুল হাফিজ বলেন, "কার্যত বৃষ্টি উপেক্ষা করে সকলে নমাজ পড়েছেন । বৃষ্টি কিছুটা সমস্যায় ফেললেও নমাজ পড়া বন্ধ হয়নি । তবে আমরা চাইছি, প্রতিটি মসজিদের সামনে ছাউনি যেন পাকাপোক্তভাবে করে দেয় সরকার ৷ যাতে বৃষ্টিতে কোনও অসুবিধা না হয় ৷"