কোরোনা ভাইরাসে ভীত ছিলাম, তাই বারাসত আসা হয়নি : চিরঞ্জিত - Chiranjit Chakraborty in Barasat
‘‘কোরোনা ভাইরাসের ভয়ে ভীত ছিলাম, তাই বারাসতে আসতে পারিনি ৷’’ আজ বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিরোধীদের কটাক্ষের এভাবেই জবাব দিলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ৷ তিনি আরও বলেন, ‘‘মানুষ 10 বছরের কাজ দিয়ে আমাদের বিচার করবেন ৷ কোরোনা পরিস্থিতির সময় কত বার এখানে এলাম বা এলাম না তা দিয়ে নয় ৷’’