Husband Attempt to Murder Wife : স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা ! 10 বছরের সশ্রম কারাদণ্ড স্বামীর - Husband Attempt to Murder Wife
প্রায় 10 বছর আগেকার এক বধূ নির্যাতনের ঘটনায় অবশেষে রায় দিল ঘাটাল আদালত । আর তাতেই স্বস্তির ছায়া অভিযোগকারীর পরিবারে । যদিও এই বিষয় নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলে অভিযুক্তের আইনজীবী জানান । ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক সঞ্জয় কুমার শর্মার এজলাসে রায়দান হয় ৷ অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । 2013 সালের 11 নভেম্বর ঘাটাল শহরের কুশপাতা এলাকার বাসিন্দা হরিহর সামন্ত তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পূর্ণিমাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে । কিন্তু কোনওক্রমে পালিয়ে রক্ষা পান পূর্ণিমা । পরে ঘাটাল থানার অভিযোগ দায়ের করেন তিনি (Husband Attempt to Murder Wife) ।