পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Humayun Kabir: 'কর্মীরা আক্রান্ত হলে বিরোধীদের হাত-পা গুঁড়িয়ে দেব', হুঁশিয়ারি হুমায়ুনের - হুমায়ুন কবির

By

Published : Sep 10, 2022, 8:21 AM IST

Updated : Sep 10, 2022, 9:59 AM IST

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সিবিআই ও ইডির দ্বিচারিতার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় (TMC Protest Meeting in Murshidabad) ৷ সভাটি হয় ভরতপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সালার ইন্দ্রা মোড়ে ৷ এদিনের সভা থেকে হুমায়ুন কবির জানান, সালারের বুকে হুমায়ুনই শেষ কথা । মানুষ দলকে নয়, হুমায়ুনকে দেখে ভোট দেয় ।কেউ যদি তৃণমূলের 1 জনেরও গায়ে হাত দেয় তাহলে সেই দলের 4 জনের অবস্থা শোচনীয় হবে । সালারে বিরোধী দলের কোনও বাড়াবাড়ি সহ্য করা হবে না । ওরা হাত-পা কেটে নিলে তৃণমূলও হাত-পা গুড়িয়ে দেব । 100% আসন তাঁদের দখলেই থাকবে ৷ পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দুকে অধিকারীকে লোডশেডিং বিধায়ক বলেও কটাক্ষ করেন হুমায়ন ।
Last Updated : Sep 10, 2022, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details