পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ganja Recovered: এগরায় প্রায় 170 কিলো গাঁজা-সহ আটক 1 - এগরা গাঁজা উদ্ধার

By

Published : Oct 14, 2022, 8:25 AM IST

প্রায় 170 কিলো গাঁজা-সহ আটক এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায় । এদিন রাতে এগরা পৌরসভায় 7 নং ওয়ার্ডে একটি গাড়ি দীর্ঘ কয়েক দিন ধরে দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের সন্দেহ হয় ৷ এরপর খবর পেয়ে পুলিশ এসে গাড়িটি তল্লাশি করার সময় প্রায় 170 কেজি গাঁজা উদ্ধার করে (Ganja Recovered) । এগরা থানার পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় । জানা যায়, গাড়িটির রেজিস্ট্রেশন কলকাতা সংলগ্ন এলাকার । গাড়িটি এগরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় দাস নাম এক ব্যক্তির ৷ পুলিশ তাকে আটক করেছে । তবে কীভাবে 3 দিন ধরে গাঁজা ভর্তি গাড়ি রাস্তার পাশে পড়ে রইল সে নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details