পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kumartuli: বাজল পুজোর ঘণ্টা ! কুমোরটুলিতে কেমন কাটল গণেশ পুজোর বাজার ? - গণেশ চতুর্থী

By

Published : Sep 1, 2022, 9:59 PM IST

শহরজুড়ে শুরু হল পুজোর মরশুম। দুর্গাপুজোর রব ওঠা শুরু হয় গণেশ পুজো দিয়েই। গতকাল ছিল গণেশ চতুর্থী ৷ সেই উপলক্ষ্যে ধুমধাম করে পালিত হল গণেশ পুজো (Ganesh Chaturthi 2022) ৷ আর তাতে বাজার দর কেমন কেমন কাটল শিল্পীদের (How Ganesh Chaturthi Market Went at Kumartuli) ? দু'বছরে যা মন্দা ছিল তাতে কুমোরটুলি হাল কি ফিরল ? উত্তরে মৃৎশিল্পী সমিতির প্রধান বাবু পাল জানান, এবছর আশা যা ছিল তার থেকেও বাজার ভালো গিয়েছে। সব ঠাকুর বিক্রি হয়েছে ন‍্যায্য দামে। অন্যদিকে, আরেক শিল্পী মালা রায়ের গলায় শোনা গেল গেল অন্য সুর। তিনি জানান, প্রথমে ভালোই বাজার যাচ্ছিল। তবে গণেশের ক্ষেত্রে অন্য জায়গা থেকে বেশি ঠাকুর কেনে মানুষ। তাই যদি সেটা না-হতো বাজার ভালো যেত। মোটামুটি ঠাকুর বিক্রি হলেও তবে খুব ভালো যে বাজার হল তা নয়।

ABOUT THE AUTHOR

...view details