HS Result 2022 : বাবা রাজমিস্ত্রি ! উচ্চমাধ্যমিকে পঞ্চম হরিপালের চন্দ্র মণ্ডল - HS Result 2022
বাবা রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান । ছেলে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে ৷ চন্দ্র মণ্ডল , প্রাপ্ত নম্বর 494 ৷ হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউটশনের ছাত্র (HS Result 2022) ৷ কমার্স নিয়ে পড়াশোনা ৷ হরিপালের খামারগাছি এলাকার রেললাইনের পাশে ঝুপড়িতে বসবাস । আগামী দিনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায় চন্দ্র । অভাবের সংসারে আগামী দিনে কীভাবে পড়াশোনা চালাবে সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে চন্দ্রের মাথায় ।