পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durga Puja : মুক্তির আস্বাদেই কামরুন্নেসা, নমিতাদের দুর্গা প্রতিমা দর্শন - pandal hopping

By

Published : Oct 13, 2021, 8:29 PM IST

ওরা কেউ হিন্দু কেউ বা মুসলিম। কেউ কেউ পিতৃমাতৃহীন ৷ কেউ আবার সমাজের দুর্বিপাকে পড়ে ঘরছুট। এদের সকলের ঠিকানা হোম। বছরের আর পাঁচদিন হোম থেকে বেরোনোর সুযোগ না-থাকলেও দুর্গাপুজো এলেই মেলে মুক্তির আস্বাদ। সব ধর্মের আবাসিকরা শুভবুদ্ধিসম্মন্ন মানুষজনদের সহযোগিতায় দুর্গা প্রতিমা, প্যান্ডেল ঘুরে দেখার সুযোগ পেল আসানসোলের ইসমাইলের স্বশক্তি স্বধার গৃহ হোম। শিক্ষক বিশ্বনাথ মিত্রের উদ্যোগে ঠাকুর দেখার ব্যবস্থা করা হয়েছিল এদের।

ABOUT THE AUTHOR

...view details