Digha: পূর্ণিমার ভরা কোটালে জলচ্ছ্বাস দিঘায়, পাড়ে দাঁড়িয়ে সমুদ্রস্নান উপভোগ পর্যটকদের - Digha
দিঘার সৈকতে প্রবল জলোচ্ছ্বাস ৷ তারই মধ্যে পাড়ে দাঁড়িয়ে সমুদ্রস্নান উপভোগ করলেন পর্যটকদের ৷ পূর্ণিমার ভরা কোটাল (High Tide with Rain in Digha) থাকায় পুলিশ ও নুলিয়ারা কড়া নজর রেখে চলেছেন, যাতে পর্যটকরা কেউ জলে না নেমে পড়েন ৷ মেরিন ড্রাইভের গণ্ডি পেরিয়ে অন্যান্য সময়ের মতো সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না পর্যটকদের ৷ তাঁর জন্য পুলিশি নজরদারি রয়েছে ৷ পাশাপাশি ভরা কোটালের কারণে বড় বড় ঢেউ দিঘার মেরিন ড্রাইভের গার্ডওয়াল টপকে রাস্তায় চলে আসছে ৷ জলোচ্ছ্বাসের কারণে ঘাটগুলিকে ঘিরে রাখা হয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে । যদিও রবিবার সকাল থেকেই মেঘলা ও ঝিরঝিরে বৃষ্টি দিঘার পরিবেশকে পর্যটকদের জন্য মনোরম করে তুলেছে ৷