Mumbai Heavy Rainfall: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রে - মহারাষ্ট্রে বৃষ্টি
প্রবল বৃষ্টিতে প্লাবিত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা ৷ দাদর এবং সিওন এলাকায় জল জমেছে ৷ মঙ্গলবার বিকেলেই পাওয়াই লেকের জল উপচে পড়ে ৷ আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করে জানিয়েছে, 5-9 জুলাই, টানা পাঁচদিন অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বইয়ে ৷ মহারাষ্ট্রের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আধিকারিকদের পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন (Heavy rainfall lashes Mumbai with IMD issuing an orange alert of heavy rainfall) ৷