পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

75th Year of Independence Day: মহরমের ছুটিতেও ডাকঘর খোলা, মিলল জাতীয় পতাকা

By

Published : Aug 9, 2022, 9:27 PM IST

সামনেই 15 অগস্ট ৷ এ বছর স্বাধীনতা দিবস 75 বছর পূর্ণ হচ্ছে ৷ 75তম স্বাধীনতা দিবসে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করা হচ্ছে দেশের সর্বত্রই (75th Year of Independence Day)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে 'হর ঘর তিরঙ্গা' লাগানোর আহ্বান জানিয়েছেন। তাতে এই প্রথমবার ডাকঘর গুলি থেকে অনলাইন ও অফলাইনে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। ইতিমধ্যেই এই পরিষেবা শুরুও হয়ে গিয়েছে ৷ আজ মহরম, ছুটির দিনেও জাতীয় পতাকার জন্য খোলা ছিল ব্যারাকপুরের সব ডাকঘর। জাতীয় পতাকার দাম নেওয়া হচ্ছে 25 টাকা। অনলাইনে কিনলেও ডেলিভারি চার্য নেই।

ABOUT THE AUTHOR

...view details