Hanging Body Recovered: দাসপুরে হাই মাদ্রাসার অস্থায়ী শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার - পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হাই মাদ্রাসা স্কুলের ইংরেজি শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হাই মাদ্রাসা স্কুলের ইংরেজি শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল (Hanging Body Recovered Part Time Teacher of High madrasa in Daspur Paschim Medinipur) ৷ বিশ্বজিৎ পাত্র নামে ওই ব্যক্তি দাসপুর ঘনশ্যামবাটি সায়াদাতিয়া হাই মাদ্রাসা স্কুলে অস্থায়ী শিক্ষক ছিলেন ৷ ওই স্কুলেই অস্থায়ী শিক্ষিকা তাঁর স্ত্রী ৷ এ দিন সকালে বাড়িতে বিশ্বজিৎ পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি অত্মহত্যা করেছেন ৷ তবে, তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ তিনি কোনওরকম মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ পাশাপাশি, বিশ্বজিৎ পাত্রের সহকর্মীদের সঙ্গেও এ নিয়ে কথা বলা হতে পারে বলে জানা গিয়েছে ৷ তবে, প্রতিবেশীদের দাবি, পারিবারিক বা ব্যক্তিগত জীবনে তাঁর কোনও সমস্যা ছিল না ৷