পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durgapur Dead Body: স্ত্রী-র সঙ্গে ঝগড়ার জের, দুর্গাপুরে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার! - hanging body recovered in Durgapur

By

Published : Jul 24, 2022, 10:12 AM IST

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ সঙ্গে আহত স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার রাতুরিয়া অঙ্গদপুরের পলাশতলা এলাকায় (Police Recovered Husband Body and Injured Wife) ৷ মৃতের নাম অমিত মিশ্র (37) ৷ আহতের নাম কাজল মিশ্র (29) ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন পলাশতলার বাড়িতে স্বামী ও স্ত্রী-এর মধ্যে বচসা শুরু হয় ৷ এরপর হঠাৎ করেই স্ত্রী চিৎকার শুরু করেন । এলাকাবাসীরা ছুটে এসে দেখেন বাড়ির ভিতর থেকে তালা বন্ধ । পরে কোক ওভেন থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে তালা ভাঙতেই ভেতরে ঢুকে দেখে বারান্দায় রক্ত পড়ে ৷ গুরুতর আহত স্ত্রী কাজল মিশ্র এবং ঝুলন্ত অবস্থায় রয়েছেন তাঁর স্বামী অমিত মিশ্র । অনুমান, স্ত্রীর সঙ্গে বচসার পরই অমিতবাবু আত্মঘাতী হন । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । পুলিশ তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details