পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Purulia Hailstrom : শনি বিকেলে নামল শিলা বৃষ্টি, স্বস্তিতে পুরুলিয়াবাসী - hailstrom lashes several parts of purulia district

By

Published : May 21, 2022, 8:51 PM IST

জ্বালাপোড়া গরম থেকে সাময়িক স্বস্তি ৷ শনিবার দুপুরের পর পুরুলিয়ার জেলার বিভিন্ন অংশে নামে স্বস্তির বৃষ্টি ৷ একইসঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও ৷ পুরুলিয়ার পুঞ্চার বেশ কিছু জায়গায় শিলা বৃষ্টি হয় । শনিবার দুপুরের পর থেকে আকাশ কালো করে মেঘ আর তীব্র ঝড় শুরু হয় । ঝড়ের ফলে বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে । পুরুলিয়া জেলার পুঞ্চা থানার বাগদা এলাকার বাসিন্দা শুভজিৎ দত্ত বলেন, "আমাদের এখানে প্রায় 20 মিনিট ধরে শিলা বৃষ্টি হয় । সাদা বরফে চারদিকে সাদা হয়ে গিয়েছিল । এখন বেশ ঠাণ্ডা হয়ে গিয়েছে আবহাওয়া ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details