মোহনবাগান রত্ন সম্মানে অভিভূত গুরুবক্স সিং, হাঁটলেন স্মৃতির সরণিতে - মোহনবাগান রত্ন সম্মানে অভিভূত গুরুবক্স সিং
মোহনবাগান রত্ন সম্মান তুলে দেওয়া হল অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের হাতে । কিংবদন্তি হকি অলিম্পিয়ান সবুজ-মেরুন জার্সি গায়ে বেটন কাপ লিগ সহ একাধিক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জয়ের কারিগর । এই ক্লাব থেকে খেলেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ফলে মোহনবাগান ক্লাবের সঙ্গে তাঁর যোগাযোগ নিবিড় । বন্ধ দরজার আড়ালে বার্ষিক সভার শেষে গতবছরের বকেয়া রত্ন সম্মান অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের হাতে তুলে দেন সচিব সৃঞ্জয় বসু । সম্মানিত অশীতিপর অলিম্পিয়ান নস্টালজিক হয়ে পড়েন । কীভাবে এখনও মোহনবাগানের যাবতীয় উপহার আগলে রাখেন তা দেখান । পাশাপাশি মোহনবাগান ফের হকি খেলার ব্যাপারে আগ্রহী হয়েছে বলে আনন্দ প্রকাশ করেন ।