GTA Election 2022: জিটিএ নির্বাচনের দিনেই গোর্খাল্যান্ডের দাবি উস্কে দিলেন নির্দল প্রার্থী অনুপ ছেত্রী - গোর্খাল্যান্ডের দাবি উস্কে দিলেন নির্দলপ্রার্থী অনুপ ছেত্রী
কালিম্পঙে 37 নম্বর সমষ্টি থেকে নির্দল প্রার্থী হয়েছেন পূর্বতন জিটিএ’র মনোনীত সদস্য অনুপ ছেত্রী ৷ জিটিএ নির্বাচন (GTA Election 2022) শান্তিপূর্ণ হচ্ছে বলেই জানালেন তিনি ৷ পাহাড় ও পাহাড়বাসীর উন্নয়নে জিটিএ-র ভূমিকা অনেক বড় বলে জানান তিনি ৷ তবে, সেই সঙ্গে জিটিএ নির্বাচনের পাশাপাশি, ফের একবার পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে উস্কে দিলেন তিনি (Independent Candidate Anup Chhetri Provoked Separate Gorkhaland Issue) ৷ অন্যদিকে, জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো শুনসান পাহাড়ের রাস্তাঘাট ৷ গাড়ি চলাচলা করলেও, তা কেবলমাত্র প্রয়োজনে অথবা পর্যটকদের গাড়ি চলাচল করছে ৷ এ দিন বেলা 3টা পর্যন্ত জিটিএ-তে ভোটদানের হার 39 শতাংশ ৷