GTA Election 2022: চলছে জিটিএ নির্বাচন, কার্শিয়াঙে ভোট দিলেন অনিত থাপা - BGPM Leader Anit Thapa
জিটিএ নির্বাচনের (GTA Election 2022) বিরোধিতা করলেও এ দিন সকালে কার্শিয়াঙে ভোট দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা (BGPM Leader Anit Thapa Cast His Vote) ৷ 10 বছর পর হচ্ছে জিটিএ নির্বাচন ৷ তবে শুরু থেকেই গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, হামরো পার্টি এবং অনিত থাপা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জিটিএ নির্বাচনের বিরোধিতা করে আসছে ৷ এই তালিকায় রাজ্যের বিরোধী দল বিজেপিও রয়েছে ৷ তাঁদের দাবি ছিল, আগে জিটিএ-র সবক’টি প্রতিশ্রুতি রাজ্য সরকার বলবৎ করুক ৷ সেই সঙ্গে পাহাড়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছিলেন অনিত থাপারা ৷ যে দাবিতে বিধানসভা নির্বাচনে তৃণমূলের শরিকদল গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং অনশনে বসেছিলেন ৷ কিন্তু, অনিত থাপা নির্বাচনের বিরোধিতা করলেও, পরে নির্বাচনে প্রার্থী দিয়েছে তাঁর দল ৷ এ দিন কার্শিয়াঙে ভোট দেন অনিত থাপা ৷ ভোটদানের পর তাঁর প্রতিক্রিয়া, বৃষ্টি উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছে ৷ এমনকি জিটিএ নির্বাচনে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জয় নিয়েও আশাবাদী তিনি ৷
Last Updated : Jun 26, 2022, 1:31 PM IST