Grapes Cultivation: শিক্ষকের বাগিচায় আঙুরের চাষ, দেখতে হিড়িক এলাকাবাসীর - রায়গঞ্জের বিন্দোলের শিক্ষক বসিরুদ্দিন আহমেদ
বারবার লাফিয়েও আঙুর ফল না-খেতে পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল শিয়াল। এই গল্প সকলেরই জানা। তবে এখানে চিত্রটা একটু অন্য ৷ শিয়াল ব্যার্থ হলেও হাল ছাড়েননি রায়গঞ্জের বিন্দোলের শিক্ষক বসিরুদ্দিন আহমেদ (Grapes Cultivation in Raiganj)। নিজের এক বিঘে জমিতে সুমিষ্ট আঙুর ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। স্কুল শিক্ষক বসিরুদ্দিনবাবুর এই আঙুরের বাগান দেখতে ভীড় জমাচ্ছেন এলাকার মানুষ থেকে কৃষকরাও।