Gopone Mod Charan Shooting : গোপনে মদ ছাড়ানোর অপারেশন সাকসেসফুল, প্রথম দফার কাজ মেটালেন তথাগত - gopone mod charan actors open up about their journey
শেষ হল বাংলার প্রথম সিঙ্গল শট ফিল্ম 'গোপনে মদ ছাড়ান'-এর শ্যুটিং । একটি রাত্রির গল্প বলবে এই ছবি । এই রাতে তিনটি ছেলে মদ খুঁজতে বেরোয় ৷ এই জার্নিকে কেন্দ্র করেই এগোবে গল্প । শ্যুটিং ফ্লোরে হাজির হল ইটিভি ভারত ৷ সব কলা-কুশলীদের কাছে হাঁড়ির খবর নিলাম আমরা (Gopone Mod Charan Actors Share Their Thoughts With ETV Bharat)৷