Gold Biscuits Recovered : বাংলাদেশে পাচারের আগেই বিএসএফের হাতে 50 লাখ টাকার সোনার বিস্কুট - মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে পাচারের সময় 50 লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার
পাচারের আগেই উদ্ধার প্রায় 50 লাখ টাকার সোনার বিস্কুট (Gold Biscuits Recover)। মুর্শিদাবাদে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হওয়ার আগে আটটি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ ৷ শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ খরকা বাহাদুর বিওপির জওয়ানরা বিস্কুটগুলি উদ্ধার করে । যার বাজার মূল্য 49 লক্ষ 17 হাজার 355 টাকা । পূর্ণাঙ্গ তদন্তের জন্য সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয়েছে করিমপুর কাস্টমসের হাতে । ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷
TAGGED:
Gold Biscuits Recover