তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি গৌতম দেবের - তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি গৌতম দেবের
শিলিগুড়ি পৌরনিগমের তরফে পালিত হল এভারেস্ট দিবস ৷ সেখানে তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি করেন গৌতম দেব ৷ আজ সকালে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে শেরপা তেনজিং নোরগের মূর্তির পাদদেশে এই দিবস উদযাপন করা হয় । তেনজিং নোরগের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ৷ প্রসঙ্গত, করোনার কারণে গত দু'বছর থেকে এই দিনটিকে শুধু নামমাত্র পালন করা হচ্ছে । আজ গৌতম দেব অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ভারত সরকারের উচিত তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করা ।