পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fulpati Utsav on Durga Puja: সপ্তমী ও ফুলপতি উপলক্ষে ফুল ও পাতা দিয়ে দেবী দুর্গার পুজা করা হয়

By

Published : Oct 2, 2022, 11:10 PM IST

ফুলপাতি উৎসবে (Fulpati Utsav) মাতল শহরবাসী। দুর্গাপুজোর সপ্তমীর দিন গোর্খা সম্প্রদায়ের এই উৎসবে সামিল হল শিলিগুড়িবাসী। দুর্গাপুজো উপলক্ষে সপ্তমীর দিন প্রতি বছরই গোর্খা সম্প্রদায়ের এই উৎসবে সামিল হল শিলিগুড়িবাসী। এবছরও রবিবার শিলিগুড়িতে ফুলপাতি শোভাযাত্রা করা হল শিলিগুড়ির ভানুভক্ত সমিতির পক্ষ থেকে (Fulpati Utsav on Durga Puja)। ভানুভক্ত সমিতির ফুলপাতি শোভাযাত্রা এবার 31তম বর্ষে পদার্পণ করল। গোর্খা জনজাতিদের মতে যারা মূলত দুর্গাপুজা করতে পারেন না তাঁরা ওই শোভাযাত্রায় মা দুর্গাকে ফুল ও বেলপাতা চাল, পয়সা দেন। এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী গোর্খা জনজাতির মানুষেরা নিজস্ব সংস্কৃতির পোশাক পড়ে, নাচ, গানের মধ্যে দিয়ে নিজেদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরেন ৷

ABOUT THE AUTHOR

...view details