পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mamata Bala Thakur Criticises BJP: মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তোপ মমতাবালা ঠাকুরের - former TMC MP Mamata Bala Thakur criticises BJP on matua citizenship issue

By

Published : Dec 19, 2021, 8:58 PM IST

"বিজেপি মতুয়াদের ভুল বুঝিয়েছিল, বলেছিল হিন্দু রাষ্ট গড়বে । আমরা তো হিন্দু রাষ্ট্রেই আছি । এটা তো মুসলমানদের রাষ্ট্র নয় । নাগরিকত্ব দেওয়া নিয়েও ওরা ভুল বুঝিয়েছিল । যাঁরা চলে গিয়েছিলেন, তাঁরা অনেকেই আবার ফিরে এসেছেন ৷" রবিবার দুর্গাপুরে এসে এমনই মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর । এদিন তিনি দুর্গাপুরে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের ছাত্র যুব সমাবেশে যোগ দেন ৷ মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ইস্য়ু নিয়ে এদিন বিজেপি'র কড়া সমালোচনা করেন তিনি (former TMC MP Mamata Bala Thakur criticises BJP on matua citizenship issue) বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সমালোচনাও শোনা গিয়েছে তাঁর মুখে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details