পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

School Dress Controversy সরকারের নীল সাদা পোশাকের সিদ্ধান্ত মানতে রাজি নন স্কুলের প্রাক্তনীরা - স্কুলের প্রাক্তনীরা

By

Published : Aug 29, 2022, 9:08 PM IST

বেশিরভাগ স্কুলে নীল সাদা পোশাক চালু করার বিরুদ্ধে গর্জে উঠেছেন কোচবিহার শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় সুনীতি অ্যাকাডেমির প্রাক্তনীরা (Agitation in Cooch Behars School)। সোমবার সকাল সাড়ে 11টা নাগাদ স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন স্কুলের প্রাক্তনীরা। তাঁদের দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে যে নীল সাদা পোশাক পরিধান করতে বলা হয়েছে এতে স্কুলের ঐতিহ্য, শৈশবের ভাবাবেগে আঘাত হচ্ছে (School Dress Controversy) । শৈশবের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই পোশাকে। স্কুলের নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, নিজস্ব স্কুল ইউনিফর্ম রয়েছে। এই স্কুলের সবুজ সাদা ইউনিফর্ম চির ঐতিহ্যবাহী। প্রাক্তনী রিয়া চক্রবর্তী, ঝুমকা গুহ জানিয়েছেন, সাদা সবুজ পোশাক চিরন্তন সাদা সবুজই থাকবে। কোনওমতেই সরকারের নীল সাদা পোশাক পরিধানের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না ৷ যতক্ষণ এই সিদ্ধান্ত রাজ্য সরকার পরিবর্তন না করবে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

ABOUT THE AUTHOR

...view details