পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tiger Returns in Forest : অবশেষে ডেরায় ফিরল কুলতলির 'ত্রাস'

By

Published : Dec 29, 2021, 10:28 AM IST

ছ'দিনের লড়াইয়ের পর নিজের ডেরায় ফিরল কুলতলির ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলবার তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বনদফতর ৷ এরপর ঝাড়খালি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে বনি ক্যাম্পে রাখা হয়েছিল বাঘটিকে ৷ বাঘের নখ, দাঁত সব পরীক্ষার করা হয় ৷ সুস্থ থাকায় বাঘটিকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেয় বনদফতর । বুধবার সকাল 7টা নাগাদ ব়য়্যাল বেঙ্গলকে সুন্দরবনের ধূলিভাসানির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে । খাঁচা খুলে দিতেই নদীতে ঝাঁপিয়ে পড়ে বাঘটি । এরপর সাঁতরে ডাঙায় চলে যায় (Forest Department releases the Kultali Royal Bengal Tiger in Dhulibhasani Jungle of Sunderban) ৷

ABOUT THE AUTHOR

...view details