Jualbhanga Elephant Capture: জলদাপাড়া থেকে এল একজোড়া কুনকি, জুয়ালভাঙায় বনবিভাগের উদ্যোগে শুরু হল হাতি ধরা - জুয়ালভাঙায় বনবিভাগের উদ্যোগে শুরু হল হাতি ধরা
ঝাড়গ্রাম বনবিভাগের (Jhargram Forest Department) উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম রেঞ্জের বাঁদরভুলা বিটের জুয়ালভাঙার জঙ্গলে শুরু হল হাতি ধরা (Forest Department initiates as elephant capture started at Jualbhanga) ৷ উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে দুটি কুনকি হাতিকে এদিন নিয়ে আসা হয় জুয়ালভাঙার জঙ্গলে । হাজির হন বনবিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা । বেলপাহাড়ি, লোধাশুলি, শিলদা, মানিকপাড়া-সহ বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয় হুলা পার্টির সদস্যদের । ভয়ডর উপেক্ষা করে হাতি ধরা দেখতে ভিড় জমান পার্শ্ববর্তী গ্রামের মানুষ। পুলিশ এবং বনবিভাগের কর্মীরা সাধারণ মানুষকে সরানোর চেষ্টা করলেও তা হয়নি। বনবিভাগ সূত্রে খবর, জুয়ালভাঙার জঙ্গলে চারটি হাতি রয়েছে। যার মধ্যে একটি মাঝেমধ্যেই তাণ্ডব চালায় গ্রামগুলোতে, তাই এই উদ্যোগ ৷