Foreign Liquor Seized: বিহারে পাচারের আগে হরিশচন্দ্রপুরে বাজেয়াপ্ত 5 লক্ষ টাকার বিদেশি মদ, গ্রেফতার 1 - পুজোর আগে সক্রিয় হয়ে উঠেছে মদপাচার চক্র
পুজোর আগে সক্রিয় হয়ে উঠেছে মদপাচার চক্র ৷ সেই চক্রের একজনকে গ্রেফতার করেছে মালদার হরিশচন্দ্রপুর থানার পুলিশ ৷ বিহারে পাচারের আগে 5 লক্ষ টাকার মদ সহ-একজনকে গ্রেফতার করা হয়েছে (Foreign Liquor Worth Rs 5 Lakh Seized) ৷ গোপনসূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ভালুকা এলাকায় বিহারগামী রাজ্য সড়কে একটি পিকআপ ভ্যান আটক করে (Foreign Liquor Smuggled into Bihar) ৷ ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1511টি বিদেশি মদের বোতল ও 528টি দেশি মদের পাউচ ৷ গ্রেফতার করা হয় বমবম কুমার (25) নামে এক যুবককে ৷ ধৃত যুবক কাঠিহার জেলার ডুমুরিয়া বিশনপুর এলাকার বাসিন্দা ৷ বাজেয়াপ্ত হওয়া মদের আনুমানিক বাজারমূল্য 5 লক্ষ 56 হাজার টাকা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷