Matir Sristi Prokolpa : সরকারি প্রকল্পের 5 হাজার গাছ চুরি - Five thousand trees stolen from government projects
রাতের অন্ধকারের পাশাপাশি দিনের আলোতেই লাগাতার একের পর এক গাছ কাটা হচ্ছে । দেখা যাচ্ছে, গাছ কাটার সংখ্য়া কম করে 5 হাজার ছাড়িয়েছে ৷ চন্দ্রকোনা 1 নং ব্লকের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে 10 বিঘা সরকারি জমির ওপর 30 হাজার গাছ লাগানো হয় মাটিরসৃষ্টি প্রকল্পে (Matir Sristi Prokolpa)। আকাশবণী, শিরিশের পাশাপাশি আম, জাম, কাঁঠালের মতো ফলের গাছও ছিল । গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, একের পর এক গাছ দিনে ও রাতে কেটে চুরি হচ্ছে । গাছ চুরির ঘটনায় চন্দ্রকোনা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে ।
TAGGED:
Matir Sristi Prokolpa