পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Gold Bar Seized কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 1500 গ্রাম সোনা - কলকাতা বিমানবন্দর থেকে সোনা উদ্ধার

By

Published : Aug 27, 2022, 7:12 PM IST

কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে প্রায় 1500 গ্রাম সোনা বাজেয়াপ্ত করল শুল্ক দফতর (Gold Bar Seized from Kolkata Airport)। শনিবার মুম্বই থেকে কলকাতায় আগত এক যাত্রীর কাছ থেকে 5টি সোনার বার (Gold Bar Seized) উদ্ধার করেন শুল্ক দফতরের কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকেরা । শুল্ক দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া 24 ক্যারেটের 5টি সোনার বারের ওজন প্রায় 1500 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 77 লক্ষ 21 হাজার টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details