Fisherman Died: মাছ ধরতে গিয়ে বিপত্তি, ট্রলার থেকে সমুদ্রে পড়ে মৃত্যু মৎস্যজীবীর - ঝড়ের কবলে ট্রলার
মাছ ধরতে গিয়ে সমুদ্রে পড়ে মৃত্য়ু হল মৎস্যজাবীর ৷ মৃতের নাম তপন দলুই (45) ৷ গত 5 জুলাই 8 জন মৎস্যজীবী নিয়ে এফবি মসনদ-ই-আলা নামে একটি ট্রলার নামখানা বন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল । মাছ ধরে ট্রলারটি দীঘা উপকূলে ফেরার সময় শুক্রবার বিকালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে । সেই সময়েই অসাবধানতা বশত ট্রলার থেকে সমুদ্রে পড়ে যান তপন দোলুই ৷ ট্রলারে থাকা মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে তাঁকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি ৷ মৃত্যু হয় ওই মৎস্যজীবীর (Fisherman Died) ৷ শনিবার মৃত মৎস্য়জীবীর দেহ গ্রামে ফিরতেই পরিবারে লোকজন কান্নায় ভেঙে পড়েন ৷
Last Updated : Jul 10, 2022, 9:57 AM IST