"বাংলার সংস্কৃতি জানেন না বলেই দক্ষিণেশ্বরে রাজনীতির কথা" - amit shah
বাংলায় এসে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান থেকে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অমিত শাহ । তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা করেছেন BJP কিছু করতে পারেনি । বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবুজসাথী , কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প শুরু করেছেন । BJP কখনোই কিছু করতে পারেনি মানুষের জন্য । বরং কন্যাশ্রী প্রকল্পের নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শুরু করেছিল কেন্দ্র । কিন্তু তাও মুখ থুবড়ে পড়েছে ।" তিনি আরও বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন । বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের মতো হেলিকপ্টারে উড়ে এসে বসেননি । বাংলার রুচি সংস্কৃতি সম্পর্কে কিছু না জেনে এই ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ বাংলার রীতিনীতি সংস্কৃতি কিছু জানেন না বলেই দক্ষিণেশ্বরে গিয়ে রাজনীতি নিয়ে কথা বলেছেন তিনি৷"