পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মহেশতলায় স্যানিটাইজার ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন - স্যানিটাইজার ফ্যাক্টারিতে ভয়াবহ আগুন

By

Published : Jul 20, 2021, 10:49 PM IST

সকাল 11টা নাগাদ কলকাতার মহেশতলা এলাকা কালো ধোঁয়ায় ঢাকা পড়ে ৷ মহেশতলার আকাশে কুণ্ডলিকৃত কালো ধোঁয়া বহুদূর থেকে দেখা যায় ৷ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় স্যানিটাইজার ফ্য়াক্টারি ৷ তবে শুধু স্যানিটাইজার ফ্যাক্টরি নয় ৷ আগুনের করাল গ্রাস থেকে বাঁচেনি পাশের নারকেল তেল তৈরির কারখানাও ৷ দমকলের 12টি ইঞ্জিন এসে প্রায় 3 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷

ABOUT THE AUTHOR

...view details