পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire In Lorry : বাঁশ বোঝাই লরিতে আগুন - Fire In Lorry

By

Published : Apr 22, 2022, 12:51 PM IST

জাতীয় সড়কে বাঁশ বোঝাই করা লরিতে আগুন( Fire In Lorry) ৷ বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী বাঁশ বোঝাই একটি লরি আচমকাই রাস্তার থেকে নীচে নেমে যায় চলন্ত অবস্থায়। সেই সময় অতিরিক্ত বাঁশ বোঝাই থাকার ফলে বাঁশের অংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তে আগুন ধরে যায় লরিতে। লরির চালক এবং খালাসি কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন।

ABOUT THE AUTHOR

...view details