পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire at Canning: গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 12টি দোকান

By

Published : Oct 13, 2022, 10:50 AM IST

Updated : Oct 13, 2022, 11:20 AM IST

গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল 12টি দোকান। প্রায় 20-25 লক্ষ টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং বাজারের ব্রিজ রোড এলাকায় (Fire Breaks Out at Canning)। রাত প্রায় দেড়টা নাগাদ আগুন লাগে। দোকানগুলির কাঠামো বাঁশ ও প্লাস্টিক তারি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভানো সম্ভব হয়নি। খবর দেওয়া হয় দমকল বিভাগ ও পুলিশকে (Canning Police) ৷ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মূলত, শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাট ঘটেছে বলে দমকল বিভাগের প্রাথমিক অনুমান।
Last Updated : Oct 13, 2022, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details