পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kali Remark Row: মা কালী বিতর্কে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি'র - বিজেপি জেলা নেতৃত্বের তরফে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে

By

Published : Jul 7, 2022, 4:58 PM IST

মা কালী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল (FIR Againgst Mahua Moitra by BJP in Andal PS)৷ অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানায়। বিজেপি জেলা নেতৃত্বের তরফে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ বিজেপি মিডিয়া সেলের কনভেনার জিতেন চট্টোপাধ্যায়-সহ বেশ কিছু বিজেপি নেতা বৃহস্পতিবার অণ্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁরা অবিলম্বে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের শাস্তির দাবি তোলেন ৷ সাংসদকে শাস্তি দেওয়া না-হলে আগামিদিনে এই ইস্যুতে তাঁরা রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details