Kali Remark Row: মা কালী বিতর্কে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি'র - বিজেপি জেলা নেতৃত্বের তরফে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে
মা কালী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল (FIR Againgst Mahua Moitra by BJP in Andal PS)৷ অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানায়। বিজেপি জেলা নেতৃত্বের তরফে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ বিজেপি মিডিয়া সেলের কনভেনার জিতেন চট্টোপাধ্যায়-সহ বেশ কিছু বিজেপি নেতা বৃহস্পতিবার অণ্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁরা অবিলম্বে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের শাস্তির দাবি তোলেন ৷ সাংসদকে শাস্তি দেওয়া না-হলে আগামিদিনে এই ইস্যুতে তাঁরা রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
TAGGED:
Kali Remark Row