পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

56 ইঞ্চি ছাতিওয়ালা লোকগুলো নির্লজ্জ, মন্তব্য দোলার - INTTUC

By

Published : Mar 1, 2020, 10:45 AM IST

56 ইঞ্চি ছাতিওয়ালা লোকগুলো দু'কান কাটা, নির্লজ্জ ও বেহায়া ৷ গতকাল আসন্ন পৌর নির্বাচনের আগে বসিরহাটে শ্রমিক সম্মেলনে কেন্দ্রের BJP সরকারকে উদ্দেশ্য করে এমন কথাই বললেন রাজ্যসভার সাংসদ দোলা সেন । শ্রমিক কনভেনশনের আয়োজন করে বসিরহাট মহকুমা INTTUC । টাকি পৌরসভার সাংস্কৃতিক মঞ্চে গতকালের সম্মেলনে এ মন্তব্য করেন ইন্ডিয়া ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভানেত্রী দোলা ৷

ABOUT THE AUTHOR

...view details