HS Result 2022 : উচ্চমাধ্যমিকে পঞ্চম দিনহাটার দিতসা রাজ্যে কলাবিভাগে প্রথম - উচ্চমাধ্যমিকে পঞ্চম
494 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের কলাবিভাগে রাজ্যে প্রথম দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী দিতসা সূত্রধর । মেধাতালিকায় তার স্থান পঞ্চম । তার এই সাফল্যে খুশি বাবা-মা ও স্কুলের শিক্ষকরা । পরীক্ষার ফল প্রকাশের পর খুশির হাওয়া পরিবারে । কোভিড পরিস্থিতির সময় অনলাইনে পড়াশোনা করেছিল । তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই নিয়মিত গৃহশিক্ষকের কাছে পড়াশোনা । সারাদিনে পড়ার নির্দিষ্ট কোনও বাধাধরা সময়সীমা ছিল না দিতসার । চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করত । পড়াশোনার পাশাপাশি গান শোনা ও ছবি আঁকা তার নেশা ছিল (HS Result 2022)। বাবা আনন্দ গোপাল সূত্রধর একজন বীমা এজেন্ট । এদিন তিনি জানান, প্রত্যাশামতোই রেজাল্ট হয়েছে।