পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Madhyamik 2022 : বৈরাতীগুড়ি স্কুল থেকে মাধ্যমিকে পঞ্চম-নবম স্থান দুই কৃতীর

By

Published : Jun 3, 2022, 9:15 PM IST

একই স্কুল থেকে মাধ্যমিকে দুই কৃতী(Madhyamik 2022)৷ ধূপগুড়ি পৌরসভা এলাকার বৈরাতীগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিকে পঞ্চম এবং নবম স্থান অধিকার করল সৌহার্দ্য সিনহা এবং বিশ্বদীপ মণ্ডল(Fifth And Ninth Ranked in Madhyamik 2022 from Bairatiguri High School)৷ সৌহার্দ্যর প্রাপ্ত নম্বর 689 এবং বিশ্বদীপের প্রাপ্ত নম্বর 685 । দুই ছাত্রের এই ফলাফল প্রকাশ হতেই রীতিমতো উৎসবের মেজাজ ধূপগুড়ির বৈরাতীগুড়ি উচ্চ বিদ্যালয়ে । দুই কৃতীর এহেন ফলাফলে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি উৎফুল্ল ছাত্র-ছাত্রীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details