Darjeeling on Christmas : বড়দিনের পাহাড়ে উৎসবের আমেজ! পর্যটকে ঠাসা শৈলরানি দার্জিলিং - festive mood in Darjeeling crowded with tourists
বড়দিনে পর্যটকে ঠাসা শৈলরানি দার্জিলিং (festive mood in Darjeeling crowded with tourists)। এমনিতেই সারাবছর পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু কোভিড পরবর্তীকালে ক্রিসমাসে পাহাড়ে উৎসবের মেজাজ। ক্যাভেন্টার্স থেকে গ্লেনারিজ, পর্যটকে ঠাসা পাহাড়। বাদ যায়নি চিড়িয়াখানাও। সমতলে শীতের গতি থমকে গেলেও পাহাড়ে তাপমাত্রার পারদ কমায় জাঁকিয়ে শীত সেখানে। সবমিলিয়ে সোনাই সোহাগা ৷ মহামারীর পর ক্রিসমাসকে কেন্দ্র করে পাহাড় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন ব্যবসা। স্বভাবতই খুশিতে আত্মহারা সেখানকার ব্যবসায়ীরা।
TAGGED:
Hill on Christmas