পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Elephant Birth : এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার পথে সন্তান প্রসব হস্তিনীর - হস্তিশাবক

By

Published : Nov 18, 2021, 7:01 PM IST

রাস্তাতেই সন্তান প্রসব করল হস্তিনী ৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি লাগোয়া নকশালবাড়ি ব্লকের মহাসিংজোতের অটল চা বাগানে ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে টুরুরিয়াঝার জঙ্গল থেকে একটি গর্ভবতী হস্তিনী চা বাগান পার করে বাগডোগরা জঙ্গলের দিকে যাচ্ছিল ৷ সেইসময় অটল চা বাগানের মূল রাস্তার উপরেই সন্তানের জন্ম দেয় সে ৷ বিষয়টি চা শ্রমিকদের নজরে আসতেই বন দফতরে খবর দেন তাঁরা ৷ ঘটনাস্থলে পৌঁছান বাগডোগরা রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা ৷ বাগডোগরার রেঞ্জ অফিসার সমীরণ রাজ জানিয়েছেন, ‘‘শাবকটি সুস্থ রয়েছে ৷ আমরা সন্তান-সহ মা হাতিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠাতে পেরেছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details