Feludar Goyendagiri : জুন মাসেই শুরু 'ফেলুদার গোয়েন্দাগিরি', অপারেশন দার্জিলিং-এ - feludar goyendagiri is coming in the screens soon
প্রথম গল্পেই ফেলুদা হিসাবে একদিকে যেমন দর্শকদের মন জয় করেছেন টোটা রায়চৌধুরী, তেমনই আবার অনির্বাণ চক্রবর্তীকে জটায়ু আর তোপসে হিসাবে কল্পনকে নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত দর্শক মহল ৷ এবার আসছ নতুন গল্প 'দার্জিলিং জমজমাট' । জুন মাসেই হইচই প্ল্যাটফর্মে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের 'ফেলুদার গোয়েন্দাগিরি' (Feludar Goyendagiri is Coming in the Screens in June)। আনুষ্ঠানিক ঘোষণাপর্বে কী জানালেন কুশীলবরা?