Father Held for Selling Child: দেনা মেটাতে নাবালিকা মেয়েকে বিক্রির চেষ্টা বাবার - father tried to sale his minor daughter in mahishadal
দেনা মেটাতে নাবালিকা মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Father Tried to Sale his Minor Daughter)। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা এলাকায় । অভিযোগ, বাবা তার মেয়েকে 1 অগস্ট পাশের গ্রামের এক যুবককে বিক্রি করে দেয় বলে অভিযোগ । খবর জানাজানি হতেই স্থানীয় পঞ্চায়েতের তৎপরতায় তিনদিনের মাথায় উদ্ধার করা হয় বিক্রি হওয়া নাবালিকা মেয়েটিকে । উদ্ধারের পরে রীতিমত হুমকির মুখে পড়তে হয় ওই নাবালিকার মা এবং উদ্ধারকারী গ্রাম পঞ্চায়েত সদস্যদের । ঘটনার পরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নাবালিকার মা । মহিষাদল এর বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল বলেন, "যে চক্রটি সক্রিয় হয়েছে তাদের নামের লিস্ট প্রশাসনের কাছে রয়েছে । তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা হচ্ছে না । মেয়েটির নিরাপত্তার জন্যে তাকে এখন কোনও একটি হোমে রাখা হবে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ ।"